শ্রমিক শ্রেণির মুক্তির আন্দোলনের অগ্রসেনানী কমরেড আবুল বাশার

স্মরণসভায় বক্তাদের অভিমত

| মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রথম সভাপতি ও জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড আবুল বাশারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গতকাল সোমবার ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি যৌথভাবে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ।

জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সসাধারণ সম্পাদক মছিউদৌলা, জাতীয় গার্মেন্টস ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ফয়েজ আহম্মদ, শ্রমিক নেতা আবদুল খালেক, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মনসুর মাসুদ, মোখতার আহম্মদ, শামসুল আলম, মাহবুব আলম, মকবুল আহম্মদ, ডা. মোহাম্মদ মহসীন প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, নুন্যতম মজুরিসহ শ্রমিকদের সকল গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে আজ আবুল বাশারের সংগ্রামী অভিজ্ঞতা ও চেতনাকে কাজে লাগানো প্রয়োজন। শ্রমিক শ্রেণির মজুরি বৃদ্ধির সংগ্রাম শুধু নয়, তার মুক্তির আন্দোলনকে জোরদার করার মাধ্যমেই আবুল বাশারকে স্মরণ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমানহানির দুই মামলা নিষ্পত্তি পর্যন্ত খালেদা জিয়ার জামিন
পরবর্তী নিবন্ধটিটন ঘোষ