বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম বাহিনী শ্রমিক শ্রেণি। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে সাহসী একজন রাষ্ট্রনায়ক। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় ধাপে ধাপে যে পদক্ষেপগুলো নিয়েছেন বা নিতে যাচ্ছেন তাতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি গত বৃহস্পতিবার দারুল মার্কেট চত্বরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ–ননসিবিএ সমন্বয় পরিষদ আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগর শ্রমিক লীগের সিবিএন–ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবুর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক ও টিএন্ডটি সিবিএ সভাপতি সাবের আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা মো. ইব্রাহিম, জামাল উদ্দিন লিটন, জাফর আহমদ, নাছির উদ্দিন, মো. সিরাজ, আবদুল মালেক, আবদুল লতিফ, নাগির্স আক্তার, কৃষ্ণা চক্রবর্ত্তী, টিপু সুলতান, শাহজান সাজু, জসিম উদ্দিন, মো. ফরিদ, মাহবুবুর রহমান লিংকন, রাজেশ বড়ুয়া, আবদুল মান্নান টিটু, নেছার আহমদ, আবু কালাম, মো. ফোরকান, মো. হিরণ মিয়া, আনোয়ার হোসেন দুলাল, মো. ইসমাইল, সমিরুল ইসলাম তুহিন, আবদুল লতিফ, নুর ইসলাম, আজগর আলী, মো. মহসিন, মো. রনি, মো. বাবলু, মমতাজ মিয়া, জজ মিয়া, শহিদুল ইসলাম, আবু কালাম, রবিউল ইসলাম, মো. আলমাস, মো. সোহেল, মো. মিজান, মো. জিহান, মো. জয়নাল, মো. ইব্রাহিম, মো. মানিক, মো. মাহিন, মো. সবুজ, আলী হোসেন, মো. রুবেল, রুবেল হোসেন, মো. মফিজ প্রমুখ।
কোতোয়ালী থানা শ্রমিকলীগ : জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোতোয়ালী থানা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে নগরীর পাথরঘাটাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক লীগ নেতা মোহাম্মদ লিটনের সভাপতিত্বে ও ইমরুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য দিপক ভট্টাচার্য, এম.এ সালাম, মাস্টার জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, অ্যাড. তপন কুমার দাশ, অ্যাড. উজ্জ্বল দাশ, আবু বক্কর, প্রকাশ জৈন, ওমর ফারুক, যুবলীগ নেতা সুফি দিদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাকিম রাসেল, রায়হান হোসেন, ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজির, আরিফ হোসেন, সাজ্জাদ হোসেন, শ্রমিক লীগ নেতা তাজ মোহাম্মদ প্রমুখ।
শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদ : জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ নন–সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে সিআরবি সাত রাস্তা মোড়ে প্রস্তাবিত রেলওয়ে শ্রমিকলীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে সকল নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শ্রম অফিসার সম্পাদিকা কাজী লায়লা আক্তার এটলী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল টিপু, রেজাউল করিম, কাজী হাসান মুরাদ, মোঃ আবু বক্কর, মোঃ শাহজাহান, মোঃ জাহাঙ্গীর আলম, ফয়জুল মামুন খান, কুতুব উদ্দিন চৌধুরী, এম এ জিন্নাহ,
শরিফুল ইসলাম শরীফ, মুকুল হোসেন, জাহিদ চৌধুরী, মোঃ শফিক, কাজী নজরুল ইসলাম টিটু, মনির হোসেন, শান্তনু দাস, মাধব চন্দ্র বিটু মল্লিক, আলিফ মাঈনু নির্ঝর, তৌফিক আজিজ, মোহাম্মদ রাসেল, কামাল উদ্দিন, রাশিদুল আলম বাবলু, ইমরান হোসেন, আমিনুল ইসলাম রিয়াজ, রফিকুল হোসেন, কাজী তাওরাত হোসেন, আমিনুল ইসলাম বাদল, মোঃ হোসেন রাজু, রাজিব, নুর ই তানভীর, মোঃ মানিক, ফারুক মাঝি, নূরু মাঝি, জিএম দস্তগীর, মোঃ মাহমুদুর রহমান বাপ্পী, মোঃ আলী, মোঃ কবির হোসেন, সাইফুল ইসলাম সাগর, সাইফুল ইসলাম, মোঃ হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।
শ্রমিক লীগ বাঁশখালী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড : জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার। প্রধান বক্তা ছিলেন এইচ এম মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা যুবলীগ নেতা তানভীরে ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন মোঃ জাব্বার। আরো উপস্থিত ছিলেন পৌরসভার শ্রমিকলীগ নেতা মোঃ পারভেজ, জাহিদুল ইসলাম, দিদারুল আলম, মোরশেদ চৌধুরী প্রমুখ।
উত্তর কাট্টলী ওয়ার্ড শ্রমিক লীগ : ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভা সভাপতি মেহেদী হাসান ফারহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় কাউন্সিলর কার্যালয়ে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক চসিক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম প্রকাশ শফি বাঙ্গালি। বিশেষ অতিথি আবু সুফিয়ান, হারুন উর রশীদ এম এ, জাহাঙ্গীর, মোঃ ইলিয়াস, হাসান মুরাদ মাসুম, মাকসুদ আলী হাওলাদার, মোঃ জসিম, মোস্তফা কামাল টুটুল, রোকন উদ্দিন চৌধুরী, আবু তৈয়ব ইমন, সাহরিয়ার সুমন, মোঃ ইউনুস মিয়া প্রমুখ।