পটিয়ায় শ্রমিক লীগ নেতা মো. সাইফুদ্দিন ভোলা (৪৮) কে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ভোলা পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সহ সভাপতি ও পৌরসভার ১নং ওয়ার্ড কাগজী পাড়ার ওখাড়া গ্রামের বদি মাঝির বাড়ির মো. ইব্রাহিমের পুত্র। গত শনিবার রাতে স্থানীয়রা তাকে নিজ এলাকা থেকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন যুবক জানান, স্থানীয় বিএনপি ও যুবদল ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে এলাকা থেকে ধরে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে মামলা বা অভিযোগ থাকলেও সে এলাকায় অবস্থান করছিল।
পটিয়া থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে গত ১৮ জুলাই উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও লুটপাট এবং ৪ আগস্ট পটিয়ায় ছাত্র–জনতার ওপর গুলি বর্ষণের ঘটনায় পৃথক দুটি মামলা রয়েছে। এছাড়া আরো সাতটি মামলা রয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, স্থানীয়রা তাকে তার নিজ এলাকা থেকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।