শ্রমিক নেতৃত্ব হবে সাহসী ও আপোষহীন

পতেঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালায় লুৎফর রহমান

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সাহসী ও আপোষহীন নেতৃত্বের বিকল্প নেই। অপশক্তি ও মালিকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে নেতৃত্ব শ্রমিকদের সার্বক্ষণিক পাশে থাকবে সাধারণ শ্রমিকরা তাকে নেতা হিসাবে গ্রহণ করবে। তিনি গত ১৬ মে নগর ফেডারেশনের পতেঙ্গা থানার ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি মো. মঈন উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর সহসভাপতি মো. নাজির হোসেন। আরও বক্তব্য দেন, থানা সহসভাপতি এ কে এম শাহাবুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজন্ম ও মৃত্যু নিবন্ধনে সহজ তথ্য সংগ্রহে চালু হচ্ছে ওয়েবসাইট
পরবর্তী নিবন্ধআল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে