শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রকৃত অর্থ হলো তাদের শ্রম অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত সেবার মাধ্যমে পাশে থাকা। তিনি গতকাল বৃহস্পতিবার শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানার ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, শহিদুল হাসান, সেলিম রেজা, এইচ এম এমদাদুল্লাহ, রেজাউল করিম মুরাদ, আব্দুল হামিদ, রহমত উল্লাহ, মোস্তাক আহমদ, মুহাম্মদ ইউছুফ, মাঈন উদ্দিন সোহেল, জাহিদুল ইসলাম তুহিন, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, খোরশেদ আলম, মুহাম্মদ ইউনুস, রিয়াজ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণায় গণভোটে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধচুয়েটে শিক্ষক সমিতির বার্ষিক সভা ও বিদায়ী সংবর্ধনা