শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিলো যমুনা অয়েল কোম্পানী

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ২৪ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে যমুনা অয়েল কোম্পানী লিমিটেড। গত বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর নিকট ২০২১২০২২ অর্থ বছরের অর্জিত লভ্যাংশের লভ্যাংশের চেক হস্তান্তর করেন যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের প্রতিনিধিবৃন্দ। এ সময় যমুনা অয়ের কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ), মোহাম্মদ খসরু আজাদ, উপমহাব্যবস্থাপক (মানব সম্পদ), সৈয়দ শাহীদুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (ডিএলও), মো. আনোয়ারুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব, সিবিএ কার্যকরী সভাপতি মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ছিলেন আলোকিত সমাজ সংস্কারক
পরবর্তী নিবন্ধবান্দরবানে গরীব মেধাবী শিক্ষার্থী ও দুস্থ দুরারোগ্য রোগীদের চেক বিতরণ