শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ২৪ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে যমুনা অয়েল কোম্পানী লিমিটেড। গত বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর নিকট ২০২১–২০২২ অর্থ বছরের অর্জিত লভ্যাংশের লভ্যাংশের চেক হস্তান্তর করেন যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের প্রতিনিধিবৃন্দ। এ সময় যমুনা অয়ের কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ), মোহাম্মদ খসরু আজাদ, উপ–মহাব্যবস্থাপক (মানব সম্পদ), সৈয়দ শাহীদুল ইসলাম, উপ–মহাব্যবস্থাপক (ডিএলও), মো. আনোয়ারুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব, সিবিএ কার্যকরী সভাপতি মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।