শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পদযাত্রা ও সমাবেশ

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে বন্দর ভবন গেট পর্যন্ত অগ্রসর হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বহু শ্রমিককর্মচারী অংশগ্রহণ করেন। পদযাত্রা শেষে বন্দর ভবন গেইটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এবং চট্টগ্রাম স্কপের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম স্কপের যুগ্ম আহ্বায়ক রিজওয়ানুর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, ইব্রাহীম খোকন, মোঃ সাইফুল ইসলাম সেলিম, মোঃ হারুন প্রমুখ। স্কপের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল আলম, বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার ভুইয়া, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের নিউমুরিং কন্টেনার টার্মিনাল দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা জাতীয় স্বার্থবিরোধী এবং শ্রমিক স্বার্থবিরোধী এক গভীর ষড়যন্ত্র। তাঁরা লালদিয়ার চরকে মার্স্ক এর নিকট ইজারা দেয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া লিডারশীপ কাউন্সিলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার কারামুক্তি দিবসে আনোয়ারায় দোয়া মাহফিল