চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং জাতীয় অগ্রগতির মেরুদণ্ড। এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার ষড়যন্ত্র এবং রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয় সম্মুখস্থ চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির তপন দত্ত। সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, নুরুল আবসার ভুঁইয়া, এস কে খোদা তোতন, জাহেদ উদ্দিন শাহিন, কে এম শহিদুল্লাহ, মহিন উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে মিছিল সহকারে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে আগামী ২৯ মে সকাল ১০টায় বন্দরভবন সম্মুখে ডিপি ওয়ার্লডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবিতে শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।