চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ৫ দিনের সময় বেঁধে আল্টিমেটাম দিয়েছিলেন ‘শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ নামে কর্পোরেশনের একটি সংগঠন। যা আগামী কালকেই শেষ হচ্ছে সেই সময়সীমা।
অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করার অভিযোগে সংগঠনটি গত ১৪ অক্টোবর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে এই আল্টিমেটাম ঘোষণা দিয়ে চিঠি দেন।
এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি কাজী মো. আবু তৈয়ব দাবী করেন, ‘চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে সাবেক মেয়রের সাথে যোগসাজশে করে ব্যাপক অনিয়ম করেছেন।’