শ্রমিক কর্মচারী ইউনিয়ন সংগঠনের ৫ দিনের আল্টিমেটাম শেষ হচ্ছে কাল

চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ৫ দিনের সময় বেঁধে আল্টিমেটাম দিয়েছিলেন ‘শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ নামে কর্পোরেশনের একটি সংগঠন। যা আগামী কালকেই শেষ হচ্ছে সেই সময়সীমা।

অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করার অভিযোগে সংগঠনটি গত ১৪ অক্টোবর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে এই আল্টিমেটাম ঘোষণা দিয়ে চিঠি দেন।

এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি কাজী মো. আবু তৈয়ব দাবী করেন, ‘চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে সাবেক মেয়রের সাথে যোগসাজশে করে ব্যাপক অনিয়ম করেছেন।’

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আপন ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা
পরবর্তী নিবন্ধএদেশে আর কোন রাতের ভোট হতে দেওয়া হবেনা : আসলাম চৌধুরী