শ্রম আইন সংস্কার ও ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকের অধিকার বিষয়ে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি বায়েজিদ শিল্পাঞ্চল শাখার আলোচনা সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী, চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শহিদ শিমুল, জেলা সদস্য সচিব মো. সোহাগ, জেলার সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন তালুকদার, কৃষক নেতা মো. ফরিদ, সংগঠক শুভাশিস ভট্টাচার্য ও ছাত্র ফেডারেশন নেতা আজাদ হোসেন।
হাসান মারুফ রুমী বলেন, বিদ্যমান শ্রম আইনের সকল অগণতান্ত্রিক ধারা বাতিল করে শ্রমিক ও শিল্পের সাথে সঙ্গতি রেখে আইনের সংস্কার করতে হবে। গার্মেন্ট শ্রমিকরা অর্থনীতির প্রাণ। আসছে ঈদে শ্রমিকদের মজুরি ও বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে।
আলোচনা শেষে মো. কুতুব উদ্দিনকে আহ্বায়ক ও ফরহাদুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট গার্মেন্ট শ্রমিক সংহতি নাসিরাবাদ শিল্পাঞ্চল শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











