বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে নগরীর হাজারীগলিস্থ দলীয় কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভা শেষে আন্তর্জাতিক কমিউনিস্ট সংগীত পরিবেশন করা হয়।
চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুল ইসলাম, অনিন্দ্য শুভ্র প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী দেশের শ্রমিক আন্দোলনে, বিশেষ করে পাটকল শ্রমিক আন্দোলনে কয়েক দশক ধরে নেতৃত্ব দিয়েছেন। দেশের শ্রমিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। তিনি জীবন নিবেদন করেছেন এ দেশের শ্রমিক–কৃষক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে, একটি শোষণহীন সমাজব্যবস্থা কায়েমের জন্য। এছাড়া তিনি এ দেশের বামপন্থী আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।