প্রয়াত শ্রমিক লীগ নেতা ও জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি পরিবারের খোঁজখবর নিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ অন্যান্য নেতৃৃবৃন্দ।
শনিবার (২৯ মে) নেতৃবৃন্দ নগরীর সদরঘাট পুরাতন কাস্টমস এলাকার এটলির বাসায় যান এবং মরহুমের পরিবারবর্গের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাত, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, মহানগর যুবলীগের সদস্য আবু সাইদ জন, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম হোসেন চৌধুরী শামীম, সানাউল্লাহ, নূরুল আজিম রনি, আবুল বশর, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম মাসুম, এডভোকেট সৈয়দ রবি, সাজ্জাদ আলী, এসএম সামাদ, সাম্মাম সাইফুল, মো. হেলাল, মো. এনাম, মো. সাহেদ, পূজন লোদ, মো. সুমন, অশ্রু মজুমদার, আদিত্য চৌধুরী, মো. কবির, সাফায়েত আলী ওয়াহিদ, কায়ছার আহমেদ রাজু, ইমরান শাওন।