বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে রাকিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এনএনএস ও গেইন–এর যৌথ উদ্যোগে গতকাল শনিবার জাতীয় পুষ্টি সেবা আয়োজিত পোশাক শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বিজিএমইএ হাসপাতাল, চট্টগ্রামের মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিজিএমইএর সহ–সভাপতি রাকিবুল আলম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো দেশের রপ্তানিকারক তৈরি পোশাক শিল্প। এ শিল্পের শ্রমিকরা হলো শিল্প প্রতিষ্ঠানের প্রধান চালিকা শক্তি ও সরব প্রাণ। দেশের যতটুকু উন্নয়ন হয়েছে তা শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফসল। তাই শ্রমিকদেরকে বলা হয়– নতুন বাংলাদেশের গর্বিত অংশীদার। শ্রমিকদের কল্যাণে কিছু করতে পারাটা আমাদের জন্য সবচেয়ে খুশির বিষয়।
বিনামূল্যে ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন– বিজিএমইএর পরিচালক এম এহসানুল হক, আমজাদ হোসাইন চৌধুরী, রাকিব আল নাসের, গাজী মো. শহীদউল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।