শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় তহবিল শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে। থাকে তারই প্রেক্ষিতে চিকিৎসা, শিক্ষা, মৃত্যুজনিত কারণে শ্রমিক ও শ্রমিকের পরিবারবর্গের কাছে বিতরণের জন্য গত ২৬ জুলাই জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ৮৬ টি ও কেন্দ্রীয় তহবিলের ২৪ টি চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু রায়হান দোলন। সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল সাকিব মুবাররাত (উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইর সহসভাপতি রাকিবুল আলম চেীধুরী। উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের প্রতিনিধি মোকাম্মেল হক খান, বিভিন্ন কারখানার মালিক ও প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিলের আর্থিক সুবিধা গ্রহণের আবেদনকারীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণশৌচাগারের ক্যাশিয়ারের স্বর্ণালংকার ও মোবাইল চুরির ঘটনায় ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমানব সমাজের সুখ-শান্তি ও উন্নতির ভিত্তি হলো সততা