সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন এখন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তাঁর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আয়োজিত নগরীর বেসিক ইউনিয়ন, সিবিএ, নন সিবিএ’র এক প্রতিনিধি সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর দলটির মহানগর কমিটি গঠন করে দেওয়ার ঘোষণা দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, শ্রমিকদের ভাগ্যোন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। তবে যেকোন পরিস্থিতিতে, যেকোন সমস্যা কিংবা ন্যায্য দাবি আদায়ে শ্রমিকরা নিজেরাই সক্ষম। এজন্য অবশ্য ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। রাজনীতিও করতে হবে গঠনমূলক।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে এবং সমন্বয় পরিষদের সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সফর আলী। বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম পরবিহন শ্রমিক ঐক্য পরষিদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, মো. আলমগীর, কামাল উদ্দিন চৌধুরী, বেলাল উদ্দিন চৌধুরী, মো. হারুনুর রশিদ, নাসরিন আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।