রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামানের অপসারণের দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডস্থ কারখানাটির ভেতরে শ্রমিক–কর্মচারীরা এ বিক্ষোভ মিছিল করেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা এমডির অপসারণে নানা ধরনের স্লোগানের পাশাপাশি তার কুশপুত্তলিকা আগুনে পোড়ান। এরপর শ্রমিকরা অর্ধবেলা কর্মবিরতি পালন করেন।
সিবিএ সভাপতি মো. শাহিজুল আলম নিপ্পনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিবিএ সহ–সভাপতি মো. আবুল হাশেম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রেমনাথ দাশ, যুগ্ম–সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক জনি মুৎসুদ্দি বড়ুয়া, অর্থ সম্পাদক মঞ্জিল হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিনসহ দেড় শতাধিক শ্রমিক–কর্মচারী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকারি চাকরি পাওয়ার পূর্বশর্ত হচ্ছে সংশ্লিষ্ট পদে উপযুক্ততা থাকলে প্রার্থীকে সে পদে আবেদন করতে হবে। কিন্তু অভিযুক্ত তৌহিদুজ্জামান কোন ধরনের আবেদন ছাড়াই বিধিবহির্ভূতভাবে চাকরি আদায় করেছেন। অবৈধ নিয়োগ পরবর্তীতে টেন্ডার ছাড়া মালামাল কেনা, অনুমোদন বিহীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, প্রকল্পের কাজ না করে অর্থ ব্যয় ও সরকারি তেল ব্যবহারে অনিয়মসহ নানা কারণে ডুবতে বসেছে প্রতিষ্ঠানটি। এ এমডিকে অপসারণ করা না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামান বলেন, এ আন্দোলনের কোন ভিত্তি নেই। এটি মিথ্যা ষড়যন্ত্রের একটি অংশ। যারা আমার কাছে অনৈতিক সুবিধা পাননি, তার আমার সুনাম ক্ষুণ্ন করতে আন্দোলনের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।












