শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জামায়াতই একমাত্র ভরসা

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় সাবেক এমপি শামসুল ইসলাম

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, দেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে প্রস্তুত হচ্ছে। কারণ জামায়াতই একমাত্র রাজনৈতিক দল, যারা শ্রমিকদের মানুষ হিসেবে মর্যাদা দিয়ে দেখে এবং ইসলামী ন্যায়বিচারের ভিত্তিতে শ্রমনীতি বাস্তবায়নে বিশ্বাস করে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামালখানস্থ নগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের মাসিক থানা ও সেক্টর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ন ম শামসুল ইসলাম বলেন, আজ দেশের শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত, বঞ্চিত ও নিরাপত্তাহীন। ন্যায্য মজুরি, সময়মতো বেতন, ঈদ বোনাস ও কর্মস্থলের নিরাপত্তা এসব মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত। অন্য রাজনৈতিক দলগুলো শ্রমিকদের শুধু ভোটের সময় মনে রাখে, কিন্তু জামায়াত সারা বছর শ্রমিকদের পাশে থাকে। জামায়াতের রাজনীতি দুর্নীতিমুক্ত ও আদর্শভিত্তিক হওয়ায় শ্রমিক সমাজ এতে আস্থা রাখতে পারছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, সহপ্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের প্রাণের নেত্রী
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ