শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত ছাড়া দেশের উন্নয়ন টেকসই হবে না

লোহাগাড়ায় শ্রমিক সমাবেশে শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি  | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, শ্রমিকরা দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হবে না। কর্মস্থলে দুর্ঘটনা কমানো, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে মালিকপক্ষ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সুশাসন ও দুর্নীতি হ্রাস ছাড়া শ্রমিকের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা প্রয়োজন। তিনি গত ৪ ডিসেম্বর উপজেলার আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আধুনগর স্টেশনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম। শ্রমিক নেতা হাফেজ আলী মরতুজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রফিক দিদার, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, কফিল উদ্দিন, তারেক আজিজ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন আজাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতরুণ বাংলাদেশের উদ্যোগ সুন্দর সমাজ চাই শীর্ষক মানববন্ধন ও র‌্যালি
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে কখনো সরে আসেননি