মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে একের পর এক কলকারখানায় দুর্ঘটনা ঘটছে, অগ্নিকাণ্ড ঘটছে। সীতাকুণ্ডের ঘটনার মাধ্যমে প্রকাশ হয়েছে বাংলাদেশে কাজের পরিবেশ নেই, শ্রমিকদের নিরাপত্তা নেই, কর্মপরিবেশ নেই।
তিনি গতকাল সোমবার সীতাকুণ্ডের বিএম ডিপোর দুর্ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের জন্য মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ, মিনারেল ওয়াটার, টিস্যু ও কয়েক রকমের ফলমূল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসকের সহায়তা কেন্দ্রে হস্তান্তরকালে এসব কথা বলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সীতাকুণ্ডের এই বিস্ফোরণের ঘটনায় লোক দেখানো তদন্ত বাদ দিয়ে বাস্তবভিত্তিক ব্যবস্থা নিন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, আরিফ মেহেদী, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, এমদাদুল হক বাদশা, জিল্লুর রহমান জুয়েল, মেজবাহ উদ্দিন মিন্টু, মো. সালাউদ্দিন, ইদ্রিস সবুজ, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, আলিফ উদ্দিন রুবেল, মো. হাসান, আব্দুল জলিল, মোস্তাকিম মাহমুদ, সাব্বির ইসলাম ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।