শ্রমিকদের কল্যাণে বহুমুখী কাজ করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন

প্রদর্শনী অনুষ্ঠানে মুহাম্মদ শাহজাহান

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে প্রকাশনী সামগ্রী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দেশ ও জাতির বৃহত্তর প্রয়োজনে মাঠেময়দানে, রাজপথে, আন্দোলনসংগ্রামে যেমন ফেডারেশন সাহসী ভূমিকা রাখছে, তেমনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ইস্যুতেও ফেডারেশন সবসময় সরব। পাশাপাশি শ্রমিকদের নৈতিক মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও ফেডারেশন ভূমিকা রাখছে। ফেডারেশনের প্রকাশনীসামগ্রী সেই বহুমুখী কার্যক্রমেরই অংশ।

গতকাল বুধবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালখানস্থ মহানগরী দপ্তরে ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও জামায়াতে ইসলামী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ।

এসময় উপস্থিত ছিলেনফেডারেশনের নেতা নজির হোসেন, মকবুল আহম্মেদ ভূঁইয়া, আসাদ উল্লাহ আদিল, হামিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম আদনান, স ম শামীম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাব্বির আহমদ উসমানি, আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে ভিউএক্সচেঞ্জ প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধবিপণি বিতানে আরো অত্যাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে