শ্রমিকদের অধিকার রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করুন : এটিএম রেজাউল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে শ্রমিক সম্মেলন শুক্রবার বাদে মাগরিব হতে ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম০৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করুন। স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিক বান্ধব কোন শ্রমনীতি কেউ দিতে পারেনি। সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের ভূমিকা তিনি তুলে ধরেন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এম. এম. লুৎফর রহমান। প্রধান আলোচক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বকর। রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ জামে মসজিদ খতীব মাওলানা আব্দুল্লাহ মুহম্মদ নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা উপদেষ্টা ও উপজেলা জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কোষাধ্যক্ষ মুহাম্মদ হারুনর রশীদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু তালেব, জেলা নির্বাহী সদস্য ফিরোজ আলম ভূইয়া, উপজেলা উপদেষ্টা মাষ্টার কামাল উদ্দিন। ছাত্র প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ ও রাশেদুল ইসলাম তালুকদার, ফজলুল হক সিকদার, পৌর শ্রমিক উপদেষ্টা জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা শ্রমিক নির্বাহী সদস্য সাইফুল মেম্বার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘আত্মশুদ্ধি অনুশীলন ও চর্চার ক্ষেত্রে বায়তুশ শরফ এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ঘরে ঘরে বার্তা পৌঁছাবে গ্রাম পুলিশ