বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সচেতনতা। শ্রমিকরা অনেক সময় তাদের প্রাপ্যকেও দয়া মনে করে। অথচ সেটা তাদের ন্যায্য হক। আমাদের দেশে শ্রমিকদের এরকম অসেতনতার সুযোগ নিয়ে শ্রমিকনেতা নামধারী অনেকেই শ্রমিকদেরকে ঠকিয়েছে। শ্রমিকদের বঞ্চিত করে নিজেদের আখের গুছিয়েছে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে শ্রমিকদের কোণঠাসা করে রাখা হয়েছে। পরিবর্তিত নতুন বাংলাদেশে সকল শ্রমিকবঞ্চনার অবসান ঘটাতে হবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা শাখা আয়োজিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলশী থানা সভাপতি মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও সহ–সভাপতি এস এম আকরাম সঞ্চালনায় শিক্ষা বৈঠক অনুষ্ঠি হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরী সহ–সভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া, মহানগরীর ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন, থানা সহ–সভাপতি মজিবুল হক মজুদার, থানা সাধারণ সম্পাদক স ম শামীম, আলাউদ্দিন, আবদুল মান্নান, আরিফুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।