চট্টগ্রাম জাতীয়তাবাদী ঘাট গুদাম শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ গতকাল শনিবার বাংলা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ এএম নাজিম উদ্দীন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জাতীয়তাবাদী শ্রমিক দল মেহনতি মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কোন অপশক্তি শ্রমিক দলের অগ্রযাত্রা প্রতিরোধ করতে পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছে। বর্তমানে স্বৈরাচারের দোসরদের প্রতিষ্ঠা করার জন্য একশ্রেণির নেতা উঠে পড়ে লেগেছে। তা কখনও হতে দেব না। তাই অবিলম্বে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। সংগঠনের সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোশারফের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম চেয়ারম্যান, আব্দুল বাতেন, শফিকুর রহমান মজুমদার, অ্যাড. ইকবাল হোসেন, মো. বাহার মিয়া, শেখ ইয়াছিন নওশাদ, মো. সেলিম খান। উপস্থিত ছিলেন মো. আবদুস সালাম, মো. সাব্বির দোভাষ, তারেকুল ইসলাম রাসেল, মো. ছালামত আলী, মো. বাবুল, মো. সাব্বির, মো. আব্দুল মান্নান, মো. কামাল মাঝি, লোকমান মাঝি, আনোয়ার হোসেন, আসানুল হক মিন্টু, মো. শামীম ওসমান, মো. সাদ্দাম, মো. নাছির প্রমুখ। বক্তারা সংগঠনকে আরো শক্তিশালী করতে সকলকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।