শ্রমিকদের অধিকার নিশ্চিতে ও কর্মক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতিতে শ্রমিক মালিক সম্পর্ক, অধিকার, আইন এবং করণীয় বিষয়ে সরকারি বেসরকারি অংশীজনের সাথে মমতার ডায়ালগ সেশন গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফামের অর্থায়নে মমতা পরিচালিত ‘গৃহভিত্তিক কর্মরত নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের উদ্যোগে হালিশহরস্থ অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ইনফরমাল সেক্টরের বা গৃহভিত্তিক নারী পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়ন, অধিকার নিশ্চিকরণে চসিকের ১৬টি ওয়ার্ডে মমতার এই প্রকল্পটি কাজ করছে।
মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে ডায়ালগ সেশনে কী– নোট স্পীকার হিসেবে উপস্থাপনা করেন শ্রম ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান। আলোচক ছিলেন বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ–পরিচালক রোমানা আক্তার, বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ–পরিচালক মো. আবুল বাসার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক রেজাউল রেশমা, কেএসআরএমের মানব সম্পদ বিভাগের প্রধান মো. ওয়াহিদুজ্জামান। বক্তব্য রাখেন মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, তৌহিদ প্রমুখ। এতে শ্রম আইনের বিভিন্ন মামলার প্রতিকারে দীর্ঘসূত্রিতা, শ্রম আইন ও অধিকার বিষয়ে শ্রমিক মালিকদের সচেতনতার অভাব এবং করণীয়, শ্রমিকদের সহায়তায় শ্রমিক কল্যাণ তহবিল কিভাবে কাজ করে, সরকারি ও বেসরকারি পর্যায় থেকে কিভাবে গৃহভিত্তিক কর্মরত নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরনে কাজ করা যায় এসব বিষয়ে মুক্ত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।