৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে চৌধুরী হারুনর রশীদের ভূমিকা জাতি চিরকাল স্মরণ রাখবে। শ্রমিকদের অধিকার আদায় ও অস্তিত্ব রক্ষার আন্দোলনে চৌধুরী হারুনর রশীদের আদর্শ অনুসরণ করতে হবে। গতকাল বাংলাদেশ ট্রেড কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী হারুনের ২০ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মরণ সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সম্পাদক কমরেড অশোক সাহা, অধ্যাপক মূছা খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, চট্টগ্রাম এঙরে, প্যাথলজি ও হেলথ ক্লিনিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মো. ফিরোজ আলম, মো. আলম, মো. ঈসা খান, আবুল বশর চৌধুরী ও মামুনুর রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।