শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে যেতে হবে

অটোরিকশা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভা

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আলোচনা সভা ও মতবিনিময় সভা গতকাল শনিবার বিকালে নগরীর কাজীর দেউরিস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট প্রদীপ দত্ত। বক্তব্য রাখেন নাসির উদ্দিন, আসলাম হোসেন মাসুম, আনোয়ার পাশা, দিলীপ সরকার, ফেরদৌস জামান মুকুল, আবুল কালাম আবু, মো. ফরহাদ, মো. মনির। সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সকলকে কাজ করে যেতে হবে। শ্রমিদের স্বার্থ রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউপি সদস্যসহ ৫ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমুজাফরাবাদ যশোদা নন্দী মহিলা কলেজে বিনামূল্যে বই বিতরণ