চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের ব্যবস’াপনায় আয়োজিত মুজিববর্ষ শ্রবণ প্রতিবন্ধী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে শ্রবণ প্রতিবন্ধী ‘এ’ দল চ্যাম্পিয়ন হয়। ম্যাচে ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে। জবাব দিতে নেমে শ্রবণ প্রতিবন্ধী ‘বি’ দল ২ বল বাকি থাকতে ১৬৪ রান তুলতেই সবকটি উইকেট হারায়। ফলে ৭২ রানে হার মানতে হয় তাদের। ম্যাচে সেরার পুরস্কার লাভ করেন চন্দন ত্রিপুরা। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস’ার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। এছাড়া উপসি’ত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি সাব্বির কোরবান হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম ফরিদ।