মুজিব আমার কেটে গভীর
অমানিশার ঘোর
তোমার আমার জন্যে আনে
সোনার আলোর ভোর।
খাঁচার পাখি ভোরের আলোয়
উড়লো ডানা মেলে
বন্দী হাওয়া ফসল মাঠে
আনন্দে যায় খেলে।
বুকের ভেতর গুমরে কাঁদা
কষ্টগুলো সব
হাসি খুশির আবেশ মেখে
তুললো কলরব।
দিক হারিয়ে কূল হারিয়ে
ছিলাম নিরুদ্দেশ
মুজিব চোখে ছড়িয়ে দিলো
স্বাধীন আলোর রেশ।
মুজিব সবার ভোরের নকীব
আঁধার চোখে আলো
মুজিব নামে প্রতি ভোরে
শ্রদ্ধা শিখা জ্বালো।