শ্রদ্ধা নিরন্তর!

নূ ক ম আকবর হোসেন | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

ছড়ার ভেতর ভাবের রং এ

লক্ষ ছবি আঁকেন;

তিনি

কথার ভেতর ছন্দ মেখে

মুগ্ধ করে রাখেন!

অবাক হয়ে ভাবি!

কোথায় পেলেন ছড়া লেখার

এমন সোনার চাবি?

জানি না কেউ ভবিষ্যতে

আসবে কি আবার

ছড়া লেখার এই জাদুকর

ঋদ্ধ সুকুমার!

পূর্ববর্তী নিবন্ধশিশুর জীবনে নৈতিক শিক্ষার গুরুত্ব
পরবর্তী নিবন্ধহার্ড-ডে মানে কঠিন দিন