প্রিয় বন্ধু, সহকর্মী এবং অনুজদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন বরেণ্য ক্রীড়া সংগঠক সেলিম আবেদীন চৌধুরী। গতকাল সকাল ১১টায় এম এ আজিজ স্টেডিয়ামে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পরিচালক আকরাম খান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এম এ আজিজ স্টেডিয়ামের জানাজার আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকরাম খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মরহুমের ছোট ভাই সুলতানুল আবেদীন চৌধুরী এবং চট্টগ্রাম মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ। জানাজায় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, সিজেকেএস সহ সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, কোষাদ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সাবেক জাতীয় ক্রিকেটার এবং মরহুমের ভাতিজা মিনহাজুল আবেদীন নান্নুসহ সর্বস্তরের ক্রীড়া সংগঠকবৃন্দ। পরে বাদ জোহর আবেদীন কলোনি মসজিদের সামনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানে মরহুমের একমাত্র সন্তান ওয়ালিউল আবেদীন শাকিল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, মরহুমের ভাই সুলতানুল আবেদীন বক্তব্য রাখেন। পরে কদম মোবারক কবরস্থানে লাশ দাফন করা হয়।