আইয়ুব বাচ্চুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার উদ্যেগে কোরআন খতম, মিলাদ মাহফিল, স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের নবীন প্রবীণ অনেকই উপস্থিত ছিলেন। আলোচনায় এই শিল্পীর অনেক অজানা কথা উঠে আসে। স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন-জ্যাকব ডায়েস, মোহাম্মদ আলী, চটগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, সাধারণ সম্পাদক কামরুল আযম চৌধুরী টিপু, কাইছার উদ্দিন, চটগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি কাজী রবিউল হোসেন, সাধারণ সম্পাদক টিস্যু পালিত, সাদাত আনোয়ার, রায়হান কাদির চৌধুরী, জাবেদ কাায়ছার, ফণী ভুষন দেব, সভাপতি সুশান্ত দত্ত, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সভাপতি প্রবীর দত্ত সাজু, মঞ্চ নৃত্য শিল্পী সংস্থার মহাসচিব রোমেন চৌধুরী, সভাপতি বাহার মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলিয়াস ইলু ও প্রকৌশলী শিলা। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম প্রফেশনাল স্টেইজ পারফর্মার অ্যান্ড সাউন্ড লাইটিং ফোরাম। প্রেস বিজ্ঞপ্তি।