রাউজান উপজেলার নোয়াজিশপুর নিবাসী ফটিকছড়ি উপজেলার দক্ষিণাঞ্চলের আঞ্চলিক সংঘ প্রধান এবং নানুপুর গৌতম বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহাস্থবির (৭৮) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি অনেক শিষ্য ও অনুসারী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।












