ফটিকছড়ির আঞ্চলিক সংঘপ্রধান, অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সদ্ধর্মদধ্বজ উপাধিতে ভূষিত আবাল্য ব্রহ্মচারী, নানুপুর গৌতম বিহার ও পালি কলেজের অধ্যক্ষ বিহার ও পালি কলেজের অধ্যক্ষ প্রয়াণগত ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার নানুপুর ইউপির গৌতম বিহার সংলগ্ন মাঠে নানান বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়।
ড. জ্ঞানশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুল হাসান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, নানুপুর ইউপির চেয়ারম্যান শফিউল আজম প্রমুখ।
বক্তারা বলেন, শ্রদ্ধালংকার মহাথের অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। দেশে আন্ত:ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আজীবন কাজ করেছেন। দেশে-বিদেশে সংঘসমাজ ও গৃহীসমাজের ঐক্য, সংহতি, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় তিনি ধর্মবাণীর মাধ্যমে উপদেশ দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।