শ্যামা পূজায় শুভ শক্তির আরাধনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা গতকাল চট্টগ্রামে উৎসাহউদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালী পূজা নামেও পরিচিত। একই সঙ্গে উদযাপিত হয়েছে শুভ দীপাবলি উৎসব।

গতকাল সন্ধ্যার পর থেকে পূজামণ্ডপ, কালী মন্দির ও বাসাবাড়িতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় শ্যামা পূজার আনুষ্ঠানিকতা ও দীপাবলি উৎসবের। দেশ ও জাতির মঙ্গল কামনা, অশুভ শক্তির বিনাশ আর শুভশক্তির জয়লাভের প্রত্যাশায় এবার অনুষ্ঠিত হয়েছে কালী পূজা।

প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সমপ্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

গতরাতে মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা আয়োজন চলে। পূজার আয়োজনের মধ্যে ছিল প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচি। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও প্রতিটি হিন্দুর ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্জলন করা হয়। প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠে চারপাশ। রাত ৮টার পর থেকে মন্দিরে মন্দিরে শুরু হয় মূল পূজা।

চট্টগ্রামে ঐতিহাসিক কালী মন্দিরগুলোতে পূজার আয়োজনকে ঘিরে দুইদিন ধরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রতিটি কালী মন্দিরে ভক্তদের সহস্র প্রদীপের আলোয় আলোকিত পুরো প্রাঙ্গণ, ধূপের গন্ধে ভরে উঠেছে বাতাস। স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিতে ভরপুর হয়ে উঠে প্রতিটি মন্দির ও মণ্ডপের আশপাশের এলাকা। বিশেষ করে চট্টগ্রামের ঐতিহাসিক চট্টেশ্বরী কালী মন্দির, সদরঘাট কালী মন্দির, শ্রী শ্রী গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, গোসাইলডাঙ্গা কালী মন্দির, দেওয়ানেশ্বরী কালী মন্দির, আনন্দময়ী কালী মন্দির, দয়াময়ী কালী মন্দির, পটিয়া বুড়া কালী মন্দিরে দিনব্যাপী ছিল ভক্তদের ভিড়। এছাড়াও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেএমসেন হলেও ব্যাপক আয়োজনে কালী পূজা আয়োজন করা হয়েছে।

শ্রী শ্রী গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু জানান, প্রতি বছরের মত এবারও চট্টগ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে দুই দিনব্যাপী কালী মায়ের পূজার আয়োজন করা হয়েছে। মায়ের পূজার পাশাপাশি ভক্তদের মাঝে অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণসহ ব্যাপক আয়োজন করা হয়েছে।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ জানান, নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশ শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপিত হয়েছে।

মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত ১৯ ও ২০ অক্টোবর দুই দিনব্যাপী ধর্মীয় ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে জেএমসেন হলে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআলোচিত ‘পর্ন তারকা’ যুগল বান্দরবানে ধরা