নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।
গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। পরিষদের প্রচার সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সহ–সভাপতি সাধন সিংহ, পরিমল সিকদার, নিকেল দে, উত্তম তালুকদার, লেলিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, অমলকৃষ্ণ নাথ টুটুল, মিহির দে, চন্দন মহাজন, লিটন দাশ। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক শিপুল কুমার দে, সনজয় প্রসাদ মল্লিক, সৃজন রায়, রতন দে, তপন সিংহ, সম্পদ দে, রাজীব চক্রবর্তী, মৃদুল কান্তি কর্মকার, সুজন মজুমদার, অনিরুদ্ধ দাশ জয়, অর্পন কান্তি ধর, সনজয় মজুমদার, সন্তোষ কুমার নন্দী, রঘুমণি দাশ, রাজীব বণিক রাজু, রুবেল চৌধুরী, অসীম ধর, রনজিত শীল, রুবেল দাশ, অমলকৃষ্ণ বৈষ্ণব, সাজু তালুকদার, কৌশিক মজুমদার, শুভ মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। এর আগে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্যান্ড দল ‘প্রণাম’। প্রেস বিজ্ঞপ্তি।