বিস্ফোরণের পরপরই কেঁপে উঠলো পুরো শহর –
আগুনের হল্কা সুতীব্র, আকাশ নামলো মাটির কাছে
কী আশ্চর্য ভরহীন পালক হলাম –
ধীরে ধীরে অতীনের নীলকণ্ঠ পাখি সব
ডাকছে তোমাকে আমাকে
যার খোঁজে দীর্ঘকাল মগ্ন, যেন পাখি সব করে রব –
মহাকর্ষবিহীন সে এক ধুলোর জগৎ
ভেসে যাচ্ছি উজ্জ্বল আলোয় –
শূন্যে বিস্ফারিত সুডৌল স্তন
মধ্যাকাশে জঙ্ঘা উরু নিতম্ব
বিম্বিত হচ্ছে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি
আহা পলাশের মাঠে মাঠে –
ভ্রান্ত কৌটিল্যের দল খুলে নিচ্ছে বর্ম একে একে
জারুল সোনালু ফুলেরা তবুও ফিরছে বাড়ি পাশাপাশি
দিশেহারা আমি সোঁদা মাটির স্পর্শে –
সত্যিই কি কেঁপে উঠেছিলো পুরানো শহর –
আর তোমার পদযুগল
আরও একবার কেঁপে উঠে বারুদের সৌরভে!