শ্যামলী মজুমদারের কবিতা

শিহরিত সবুজে | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

দেশ আমার এখানে

সবুজে বন বিহারে

চিনে নাও সবে এখনই

আদি অকৃত্রিম লৌকিকতায়

উদ্ভ্রান্ত সে, ভেতর বাহিরে

অলৌকিক গুণ তার

সাথে নির্জলা রৌদ্র বাহার

যদিও ভূতচর্তুদশীর পর

কিছুই নেই বকেয়া আর!

ততক্ষণে সশরীরে

সে জেগেছে তোমার বাহিরে

মূর্খ কথনে দীর্ঘক্ষণ

আক্রান্ত আকাশ

বাস্তুহারা সব কথাকলি ৭১

ক্রমশ অন্ধকারে

অস্থি ভস্মে ম্রিয়মান

ছায়া নেই বৃষ্টি নেই

প্রেতপূরী অতঃপর

দীনহীন মৌন ম্লান

তবুও সবুজে রয়েছে দেশ

রয়েছি অনন্য সবুজে ভরপুর

আমরা সব সবুজ

অবুঝ কয় জনা!

পূর্ববর্তী নিবন্ধকোথাও শান্তি নেই
পরবর্তী নিবন্ধশাহ আলম নিপু : নিরহংকারী এক কর্মবীর