বগুড়ার শেরপুর উপজেলায় শ্বশুরবাড়ির ঈদ উপহার না পেয়ে মীম আক্তার (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শাকিল আহমেদকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামে ঘটনাটি ঘটে। খবর বাংলানিউজের।
জানা যায়, প্রায় এক বছর আগে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের মজনু মিয়ার মেয়ে মীম ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম ঈদে রবিউলকে তার শ্বশুরবাড়ি থেকে ৫ হাজার টাকা দেওয়া হয়।
তবে রবিউল টাকার পাশাপাশি শ্বশুরবাড়ি থেকে ঈদ উপহারও চেয়েছিলেন। তাই শুধু নগদ টাকাতে সন্তুষ্ট না হয়ে বুধবার সকাল ৭টার দিকে তিনি মীমকে বেধড়ক মারধর করেন। ওই সময় মীম অসুস্থ হয়ে পড়েন ও মারা যান। পরবর্তীতে শেরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।












