শৌচাগারে গায়ে কেরোসিন ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

শৌচাগারে দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছিল এক যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত শনিবার সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের কদমতলী তুলসিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ হয়ে মারা যাওয়া যুবক রনি চৌধুরী (৩৫) স্থানীয় অজিত চৌধুরীর ছেলে। গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে রনি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন। তার স্ত্রী ও এক কন্যা শিশু সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১টার দিকে রনি শৌচাগার থেকে চিৎকার করছিল। পরিবারের লোকজন গিয়ে দেখেদরজা খোলা, তার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে শরীর থেকে আগুন নিভিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জামাল শাহ বলেন, রনি চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হঠাৎ হঠাৎ আবার ভালো হয়ে যেত। পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করার পর তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, ওই যুবক গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে ছিনতাইকারীর কবলে সাংবাদিক
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের সাথে নিষ্ঠা ফাউন্ডেশনের ঈদ আনন্দ উদযাপন