শোষণমুক্ত দেশ গড়তে যুবলীগের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২৩ পূর্বাহ্ণ

আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান উত্তর জেলা যুবলীগ সভাপতি এস এম আল মামুন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, যুবলীগের যুগ্ন সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বশীর উদ্দিন খাঁন, মুজিবুর রহমান স্বপন, মো. মিশয়ুর রহমান মিশন, এডভোকেট দীপক দত্ত, শফিকুল আলম হেলাল, শহিদুল আলম, আমান উল্লাহ লিটন, খোরশেদ আলম, সহিদুল আলম, মো. শাহজামান আরজু, মোঃ রিপন, মাসুদুর রহমান, মো. রাশেদুল ইসলাম, সাইদুল রহমান মারুফ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। প্রধান অতিথি বলেন, শোষণমুক্ত দেশ গড়ার লক্ষ্যে যুবলীগের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

লালখান বাজার ওয়ার্ড যুবলীগ : যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালখান বাজার ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ওয়ার্ড কার্যালয়ে এক আলোচনা সভা মহানগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আবদুল্লাহ হাসান পিকু। এসময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ খান, মোর্শেদ আকবর, হাসান সোহাগ, রাসেল খান, মো. শরীফ, মো. শামীম আহসান, মো. মারুফ হাসান, মো. সুমন, সোহেল, আল আমিন, রিপন গাজী, মো. জাকির হোসেন, মো. জনি,মো. হাসান, আল আমিন খান শুভ, শাখাওয়াত হোসেন শাওন, সাইফুল ইসলাম হৃদয়, মো. রিয়াজ, আবুল হোসেন, মো. শিপন, মো. আলী, জামাল মো. বাবু, আব্দুল করিম মারুফ, শাকিল সানি, ফয়সাল আহমেদ, মো. ফাহিম উদ্দিন, আশ্রাফুজ্জামান বাবু, মো. আরমান, সাইফুল ইসলাম সুজন, শেখ ফাহিম, মো. অনিক,মো. ইসমাঈল, তারেক, রাকিব প্রমুখ।

আশিয়া ইউনিয়ন যুবলীগ : প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন যুবলীগের এক আলোচনা সভা ইউনিয়ন যুবলীগের আহবায়ক হোসেন রনির সভাপতিত্বে ও মাহফুজুল হক ও কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিকাশ বড়ুয়া, এম আবদুল করীম, মোহাম্মদ ইউনুচ, শরীফ বাহাদুর, মোহাম্মদ আনোয়ার, এম এ রহিম, নুর কাসেম, মিটু, সাইফুল, এনাম, রাব্বি, ফাহিম, হাসান, মঞ্জু, মিঠু দত্ত, রিদয়, ফয়সাল, শহিদুল্লাহ, মানিক, রাশেদ, আরিফ, রবিন, লাভলু, তানভির, সাইফুল, নাজিম, শয়ন, মামুন, এনাম, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এতে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শে শোষণমুক্ত দেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। পরে কেক কেটে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উত্তর পাঠানটুলী ওয়ার্ড : ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শেখ মুজিব রোডস্থ চৌমুহনী মোড়ে যুবলীগ নেতা জাহেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন শাবু, মোহাম্মদ পিন্টু, নিজাম খান, আরিফুল ইসলাম সুমন, তানিম খান, আব্দুল কাদের সোহেল, শেখ রাশেদ, আনিুসুর রহমান রনি, রফিকুল ইসলাম রফিক, আবুল কাশেম সুমন, গোলাম শরীফ তুষার, আজাদ হোসেন অপু, ওমর ফারুক পাবেল, আজমল খান রাকিব, মো. রুবেল, মো. দিপু, মো. সাজ্জাদ, মো. পাপ্পু, মো. শাকিল প্রমুখ। যুবলীগ নেতা আব্দুল কাদের সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্বে সজাগ থেকে যুবলীগকে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে’
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার