শোষণমুক্ত ও বৈষম্যহীন দেশ বিনির্মাণে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে

পটিয়ায় নারী সমাবেশ ও মতবিনিময়ে বক্তারা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

পটিয়ায় নারী সমাবেশে বক্তারা বলেছেন, শোষণমুক্ত ও বৈষম্যহীন দেশ বিনির্মাণে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। সুতরাং তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীরা পুরুষদের মতই বিভিন্ন ক্ষেত্রে সমান তালে এগিয়ে যাচ্ছে। নারীদেরও সমানভাবে এগিয়ে যেতে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তারুণ্যের শক্তি নতুন বাংলাদশে গড়ার লক্ষ্যে পটিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে পটিয়া তথ্য অফিস আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। উপজেলা সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহাব উদ্দীন, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিদুওয়ান সিদ্দিকী, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা রোকন মিয়া। সমাবেশে বিভিন্ন নারী উদ্যোক্তারা তাদের সফলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় তারা জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রশিক্ষণ নিয়ে নানা বিষয়ে উদ্যোক্তা হয়ে উঠার কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধইসহাক চৌধুরী আলিম ছিলেন একজন কর্মীবান্ধব নেতা
পরবর্তী নিবন্ধসংস্কার কার্যক্রমে সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতীয় পার্টি