নগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। পরে অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরের দিকে তাদের আটক করা হয়। রাত ১০টার দিকে অভিভাবকদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
তিনি বলেন, আয়োজকদের সিদ্ধান্ত ছিল শোভাযাত্রায় কোনো ধরনের প্ল্যাকার্ড থাকবে না। কিন্তু কিছু যুবক প্ল্যাকার্ড নিয়ে সেখানে ঢুকে পড়ে। আয়োজকরা বিষয়টি আমাদের জানালে আমরা ৬ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। পরে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, গতকাল দুপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড় হয়ে নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেএম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
নগরীর নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বছরের ৩১ অক্টোবর চিন্ময় দাসের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে সেদিন একটি আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন সংঘাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এসব ঘটনায় সাতটি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় ৬টি ও আদালতে একটি মামলা হয়।