শোভনীয়া ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

ক্লাইম্ব সিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির অনুশীলন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুশীলন উদ্বোধন করেন টয় গ্যালারী চেয়ারম্যান ফরহাদ হোসেন জাহেদ, মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সহসভাপতি ও টেন ফ্যাশনের চেয়ারম্যান মো. আবদুল আজিজ পাটয়ারী,সাবেক জাতীয় ফুটবলার আকসার খান বাবু, কোচ মহসিন সাজু, একাডেমী পরিচালক আলোউদ্দীন ভূইয়া, সাইমন আহমেদ শাহেদ, আবদুল হামিদ জনি, নূরউদ্দিন মো. ইমন।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের পর্দা উঠছে আজ সিলেটে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মাসব্যাপী স্পোর্টস কার্নিভালের সমাপনী