শোভনীয়া গোল্ডকাপ ফুটবলে মাদার্শা একাদশ চ্যাম্পিয়ন

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাদার্শা একাদশ। গতকাল কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে হেলাল ফুটবল একাডেমিকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। মাদার্শা একাদশের পিঞ্চু খেলার প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন। ১৭ মিনিটে মো. সাহেদ ও ৬৬ মিনিটে সাহেল গোল করে দলের জয় নিশ্চিত করেন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ-আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটন সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিনিধি মো. সোলায়মান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ গিয়াস উদ্দিন, সিজেকেএস নির্বাহী সদস্য দিদারুল আলম দিদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটি চেয়ারম্যান গোলাম মো. জোবায়ের, সদস্য সচিব ইয়াসির আরাফাত। প্রধান অতিথি চ্যাম্পিয়ন মার্দাশা একাদশকে ট্রফিসহ নগদ ১,৩০,০০০ হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফিসহ নগদ ৮০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মার্দাশা একাদশের জমির। সেরা গোলদাতা হেলাল ফুটবল একাডেমির সামির বাবু। সেরা গোলকিপার মার্দাশা একাদশের হাসান। সেরা কোচ মাদার্শা একাদশের আবু সারওয়ার। সেরা ম্যানেজার শিকলবাহা স্পোর্টস একাডেমি আবদুল হালিম এবং সুশৃঙ্খল হিসাবে পুরস্কৃত হয় মুহাম্মদ নগর ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধহলি আর্টিজানের ঘটনায় বলিউড সিনেমা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির আন্ত:বিভাগ ফুটবল লিগ শুরু