শোভনীয়া ক্লাবের ফুটবল ফেস্টিভ্যাল শুরু

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৫২ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের অভ্যন্তরীণ ফুটবল ফেস্টিভ্যাল গত শুক্রবার বিকালে কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়েছে। ক্লাবের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মশিউল আলম স্বপন। উদ্বোধক ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির সভাপতি লায়ন এম এ মুছা বাবলু, মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির সাধারন সম্পাদক আকতার হোসেন জেকি। উদ্বোধনী ম্যাচে তুষারআবির ফাউন্ডেশন এবং দিয়া ফাউন্ডেশন মুখোমুখি হয়। টাইব্রেকারে ৩২ গোলে তুষারআবির ফাউন্ডেশন জয় লাভ করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, তারেক হাসান টুটুল, আব্দুল আজিজ, ফুটবল কোচ মোহাম্মদ আলী, মহসিন সাজু, আনোয়ার হোসেন, ওয়াসিম হাসান, নূর জাহেদ বাবলু, আলোউদ্দীন ভূইয়া, আলোউদ্দীন, রাসেল রাজু, কামরুল পারভেজ জসি, রফিফুল ইসলাম মিঠু, সাইমন আহমেদ শাহেদ, ফারুক, ফয়সাল, আরাফাত, মো. ইসমাইল, রিজভী হাসান, মন্‌জরুল ইসলাম মন্‌জু, আমজাদী, আবদুল হামিদ জনি, ওয়াহিদুল আলম অভি মাছুম, মাকছুদ, নূরুদ্দীন, আসিফ, মিন্টু, আরিফুল ইসলাম মারুফ, নেজাম উদ্দীন, আনিসুল ইসলাম ইমন, মো. ইমন, শহিদ, রাব্বি, মান্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলপিএল খেলা হবে না সাকিব-তামিমদের
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে গড়াবে দেশের ক্রিকেট