শোভনীয়া ক্লাবের ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা আজ

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি সভা আজ ২৫ জুলাই বিকাল ৫ টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দলের প্রতিনিধিদের এ সভায় যোগ দিতে বলা হয়েছে। দলগুলো হচ্ছে: চন্দনাইশ ফুটবল একাডেমি, মাদার্শা একাদশ,কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, শিকলবাহা স্পোর্টস একাডেমি,সন্দ্বীপ ফুটবল একাডেমি,কোরবান আলী স্মৃতি সংসদ পাঠানটুলী,সাতকানিয়া সেভেন স্টার ফুটবল একাডেমি,চটগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্র, নেমা ফুটবল একাডেমি, আগ্রাবাদ, মোহাম্মদ নগর ফুটবল একাডেমি,পশ্চিম ডলু স্পোর্টস ক্লাব,হাটহাজারী স্পোর্টস ক্লাব,চান্দগাঁও শহীদ মহিম একাডেমি,শিবরা স্মৃতি এফ সি,পটিয়া ফুটবল একাডেমি,হেলাল ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধএক রাতে চুরি ৯ গরু
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ সঞ্চালন লাইনের চূড়ায় যুবক