শোভনীয়া ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| রবিবার , ১ মে, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

 

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত রাত্রিকালীন ক্রীড়া (ক্যারাম, লুডু, দাবা) প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন লিটনের সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইনস্টিটিউটের পরিচালক আতানানুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান মিরন, সালাউদ্দিন জাহেদ,শফিকুল ইসলাম মন্‌জু। ক্যারম দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হন লিটন ও রাজু, রানার আপ হন আলোউদ্দীন এবং ফারুক। ক্যারম এককে চ্যাম্পিয়ন হন কামরুল পারভেজ জসি, রানার আপ হন আলোউদ্দীন। লুডু দ্বৈতে চ্যাম্পিয়ন হন আলমগীর ও সালাউদ্দিন জাহেদ, রানার আপ হন আনোয়ার ও সালাউদ্দিন। দাবায় চ্যাম্পিয়ন হন আমির হোসেন মানিক ও রানার আপ হন আবদুল মান্নান।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহসিন সাজু, ওয়াসিম হাসান, ফারুক রানা, সোহেল, মিঠু, নয়ন, আরাফাত, জনি, আসিফ, সাহেদ, নূরউদ্দীন, মাকসুদ, মারুফ, ইমন, শহিদ, মান্নাও ওহিদ। পুরস্কার বিতরণের পরে সবাই সেহেরী গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে দুবাই গেলেন রুমানা-জাহানারা
পরবর্তী নিবন্ধফের চেন্নাই অধিনায়ক ধোনি