মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত অভ্যন্তরীণ ফুটবল ফেস্টিভ্যাল এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক মোঃ মোশারফ হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম এজেন্সির স্বত্বাধিকারী ও সিজেকেএস কাউন্সিলর মোঃ মশিউল আলম স্বপন। ফাইনাল খেলায় টাইব্রেকারে তুষার আবির ফাউন্ডেশন কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাহমিদ ফাউন্ডেশন। খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তুষার আবেদ ফাউন্ডেশন এর মোঃ কামরুল ইসলাম। সেরা গোলদাতা নির্বাচিত হয় তাহমিদ ফাউন্ডেশনের মোঃ ইমন । ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের গোলরক্ষক মোহাম্মদ সিফাত। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, ইকবাল হোসেন, আমির হোসেন মানিক, মহসিন সাজু, আলাউদ্দিন ভূইয়া, ফারুক রানা, রাসেল রাজু, সায়মন আহেমদ শাহেদ, মোঃ ইসমাইল, রফিকুল ইসলাম মিঠু, আরাফাত আমজাদী, রিজভী হাসান সানি, আরিফুল ইসলাম মারুফ, মোঃ ইমন।