চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সাইফ পাওয়ারটেক তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল রোববার খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব জয়লাভ করেছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় খেলায় তারা ৫-০ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিরকে পরাজিত করে। তিন খেলায় নয় পয়েন্ট অর্জন করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। এ খেলার উল্লেখযোগ্য দিক ছিল বিজয়ী দলের মো. শাহরিয়ার ইসলামের হ্যাট্রিক।
খেলার ৯,১৯,২৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন শাহরিয়ার। বাকি দুটি গোল মো. ইরফাত। গতকাল আরও দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে হালিশহর লাকী স্টার ক্লাব ৩-০ গোলে পাঁচলাইশ যুব সংঘকে পরাজিত করে। হালিশহর লাকী ক্লাব ৩ খেলায় ৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। ফ্রেন্ডস ক্লাব এবং শতাব্দী গোষ্ঠীর খেলাটি ১-১ গোলে ড্র হয়।