শোভনীয়ার টানা দ্বিতীয় জয়

শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে শোভনীয়া ফুটবল একাডেমি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে শোভনীয়া ফুটবল একাডেমি ২১ গোলে ডায়নামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে। শোভনীয়া ফুটবল একাডেমির পক্ষে রাব্বি হোসেন খেলার ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিল। ৪৬ মিনিটে শরীফ উদ্দিন গোল করে সমতায় ফেরায় ডায়নামিক একাডেমিকে। খেলা যখন ড্রয়ের মধ্য দিয়ে শেষ হবে মনে হচ্ছিল তখন খেলার অতিরিক্ত সময়ে মো. সাঈম গোল করে শোভনীয়া ফুটবল একাডেমিকে জয় পাইয়ে দেয়। ফলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে শোভনীয়া একাডেমি। নিজেদের প্রথম এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচেও কুয়াইশ স্পায়ারকে ২১ গোলে পরাজিত করেছিল শোভণীয়া ফুটবল একাডেমি। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী শোভনীয়া ফুটবল একাডেমির রাব্বি হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় নাসির উদ্দিন চৌধুরী। আজ একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। আর সে খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি এবং ফরিদ ফুটবল একাডেমি। বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড খেলবে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ
পরবর্তী নিবন্ধবড়দের বিশ্বকাপ জেতাই এখন স্বপ্ন তানজিদ তামিমের